
পাঁচ শতাংশ পানির দাম বাড়াল চট্টগ্রাম ওয়াসা
প্রকাশ: ০৪ নভেম্বর ২১ । ১৮:৫০ | আপডেট: ০৪ নভেম্বর ২১ । ১৮:৫০
চট্টগ্রাম ব্যুরো

ফাইল ছবি
আবাসিক ও বাণিজ্যিকে পাঁচ শতাংশ পানির দাম বাড়ানোর প্রস্তাবের অনুমোদন দিয়েছে চট্টগ্রাম ওয়াসা বোর্ড। বৃহস্পতিবার ওয়াসা বোর্ডের ৬৪ তম সভায় প্রস্তাবটি অনুমোদন পায়। সভায় আবাসিকে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ১২ টাকা ৪০ পয়সার পরিবর্তে ১৩ টাকা ২ পয়সা ও বাণিজ্যিকে ৩০ টাকা ৩০ পয়সার পরিবর্তে ৩১ টাকা ৮২ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন-১৯৬৬ এর ২২ (২) ধারা অনুযায়ী পানির ইউনিট প্রতি দর ৫ শতাংশ বাড়ানোর ক্ষমতা রয়েছে চট্টগ্রাম ওয়াসার। সে অনুযায়ী পানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। দর নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ানোর বিষয়ে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এসএম নাজের হোসাইন বলেন, ‘নিত্যপণ্যের দামের উর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। এর সাথে যুক্ত হয়েছে নতুন করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। এর আগেও দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ পানির মূল্যও বাড়ানো হয়েছে। কয়েকদিন আগে সীমিত আয়ের মানুষের ভরসাস্থল টিসিবির পণ্যের দামও বাড়ানো হয়েছে। এ অবস্থায় পানির দাম বাড়ানো খুবই অযৌক্তিক। কারণ আবাসিক গ্রাহকদের মধ্যে নিম্ন আয়ের মানুষও রয়েছেন। পানির দাম না বাড়িয়ে পানির অপচয় কমানো, বকেয়া বিল আদায় ও সঠিক বিল তৈরির দিকে ওয়াসার নজর দেওয়া উচিত।’
তিনি ওয়াসার বোর্ড সদস্যদের সমালোচনা করে বলেন, ‘গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের জন্য জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের বোর্ড সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাদের কাজ কি শুধু দফায় দফায় পানির দাম বাড়িয়ে মানুষের ভোগান্তি বাড়ানো?'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com