
নিশাঙ্কা-আসালাঙ্কার ব্যাটে শ্রীলঙ্কার লড়াকু পুঁজি
প্রকাশ: ০৪ নভেম্বর ২১ । ২০:০০ | আপডেট: ০৪ নভেম্বর ২১ । ২১:৫১
স্পোর্টস ডেস্ক

নিশাঙ্কা-আসালাঙ্কার তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজকে বিশাল টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছে শ্রীলঙ্কা। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। তাদের টার্গেট ১৯০। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬৮ রান এসেছে আসালাঙ্কার ব্যাট থেকে।
টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করে শ্রীলঙ্কান দুই ওপেনার কুশল পেরেরা ও চারিথ আসলাঙ্কা। ব্যাট হাতে দারুণ খেলতে থাকা কুশল পেরেরার উইকেট নিয়ে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন ক্যারিবীয় বোলার আন্দ্রে রাসেল। তার হাতেই ক্যাচ তুলে ২১ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন কুশল পেরেরা। এরপর ব্যাট করতে নামা আসালাঙ্কাকে নিয়ে দলের স্কোর বাড়াতে থাকেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা।
দলীয় ১৩৩ রানে নিশাঙ্কাকে হারায় শ্রীলঙ্কা। ৫ চারে ৪১ বল খেলে ব্যক্তিগত ৫১ রানে ফেরেন নিশাঙ্কা। এরপর দলীয় ১৭৯ রানে আসালাঙ্কাকে ফেরান রাসেল। ফেরার আগে ১ ছক্কা ও ৮ বাউন্ডারিতে ৬৮ রান তুলেন আসালাঙ্কা। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রান তুলে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার দলে এসেছে এক পরিবর্তন। লাহিরু কুমারার বদলে খেলবেন বিনুরা ফার্নান্দো। অন্যদিকে আগের একাদশ নিয়েই মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।
শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশাল পেরেরা (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, আবিষ্কা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, দুশমন্থ চামিরা, মহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
কাইরন পোলার্ড (অধিনায়ক), ক্রিস গেইল, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), ডোয়াইন ব্র্যাভো, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, এভিন লুইস, রোস্টন চেইজ, রবি রামপল, আন্দ্রে রাসেল, আকিল হোসেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com