
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে সংস্কৃতিকর্মীদের সমাবেশ
প্রকাশ: ০৬ নভেম্বর ২১ । ২২:৪৭ | আপডেট: ০৬ নভেম্বর ২১ । ২২:৪৭
চট্টগ্রাম ব্যুরো

শনিবার নগরীর ডিসি হিলে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: সমকাল
চট্টগ্রামসহ সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের সংস্কৃৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজ চট্টগ্রাম নামের একটি সংগঠন।
শনিবার নগরীর ডিসি হিলে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শহীদজায়া বেগম মুশতারী শফী, মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিশিষ্ট আবৃত্তিকার রাশেদ হাসান, ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত প্রমুখ।
সমাবেশে আবুল মোমেন বলেন, সাম্প্রদায়িক শক্তির মূল উৎপাটন করে দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশ স্বাধীন করতে সব ধর্মের মানুষ যুদ্ধ করেছে। এদেশ কারও একার রক্তে স্বাধীন হয়নি। এই ভূখণ্ড সব ধর্মের মানুষের। কাজেই যার যার ধর্ম, তার তার পালনের অধিকার রয়েছে। এই অসাম্প্রদায়িক বাংলাদেশে এমন ঘটনা কেন ঘটছে তা খতিয়ে দেখে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।
শহীদজায়া বেগম মুশতারী শফী বলেন, আমরা যে যার যার ধর্ম পালন করলেও অসাম্প্রদায়িক চেতনা লালন করি। সবাইকে সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াতে হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com