
গুলিতে আহত শ্রমিকলীগ নেতার মৃত্যু, উত্তেজনা-ভাঙচুর
প্রকাশ: ০৭ নভেম্বর ২১ । ১৫:৩২ | আপডেট: ০৭ নভেম্বর ২১ । ১৫:৩৩
কক্সবাজার অফিস

জহিরুল ইসলাম সিকদার
কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে আহত জেলা শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর পৌনে একটার দিকে তিনি মারা যান বলে সমকালকে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মনিরুল গিয়াস। ওই হাসপাতালে এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন জহিরের ছোট ভাই আওয়ামী লীগ নেতা কুদরত উল্লাহ সিকদার।
শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার এর মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বিক্ষুব্ধ লোকজন রোববার দুপুরে সড়কে ব্যারিকেট দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এই সময়ে বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম সমকালকে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
গত শুক্রবার রাত সাড়ে ১০টার নিজ অফিসে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইউপি সদস্য পদপ্রার্থী কুদরত উল্লাহ সিকদার ও তার ভাই জহিরুল ইসলাম সিকদার। কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে আহত দুই আওয়ামী লীগ নেতাকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনিত ঘটলে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনছারী বলেছেন, কুদরত উল্লাহ সিকদার ঝিলংজা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিয়াকত বাহিনী এই ঘটনা ঘটিয়েছে। লিয়াকত বাহিনী বার বার কুদরত উল্লাহর নির্বাচনী সভায় হামলা করেছে বলে তিনি জানান।
এদিকে পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com