
জমজ ২ বোনের প্রাণ গেল পানিতে ডুবে
প্রকাশ: ০৭ নভেম্বর ২১ । ১৭:৩৬ | আপডেট: ০৭ নভেম্বর ২১ । ১৭:৩৬
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে আদিবা ইসলাম ও আরিফা ইসলাম নামে দুই বছর বয়সী জমজ দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত আদিবা ও আরিফা উত্তরপাড়ার আলী হোসেনের মেয়ে। স্বজন ও পুলিশ জানিয়েছে, রোববার সকালে বাড়ির উঠানে খেলা করার সময় সবার অজান্তে শিশু দুটি পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে একপর্যায়ে শিশু দুটিকে পানিতে ভাসতে দেখে।
তাদের দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল ইসলাম বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জনপ্রতিনিধির মাধ্যমে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com