
নিউজিল্যান্ডের জয়ে অনুশীলন বাতিল করলো ভারত
প্রকাশ: ০৭ নভেম্বর ২১ । ২০:২৩ | আপডেট: ০৭ নভেম্বর ২১ । ২০:২৩
স্পোর্টস ডেস্ক

কিউইদের জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত
আফগানিস্তানের সঙ্গে নিউজিল্যান্ড হারলেই সেমিফাইনালের সমীকরণে টিকে থাকতে পারতো ভারত। কিন্তু আফগানিস্তানকে দাপটের সাথে হারিয়ে নিজেরা সেমিতে তো উঠলেনই সাথে ভারতকে বিদায় করে দিল নিউজিল্যান্ড। আর কিউইদের এই জয় দেখার পর নিজেদের ঐচ্ছিক অনুশীলনই বাতিল করে দিল কোহলির দল। কারণ নামিবিয়া ম্যাচটি এখন ভারতের কাছে নিয়মরক্ষার ম্যাচ।
পাকিস্তানের কাছে হার দিয়েই শুরু হয়েছিল ভারতের বিশ্বকাপ যাত্রা। এরপর নিউজিল্যান্ডের কাছে হেরে কঠিন সমীকরণের মারপ্যাচে ছিল ভারত। আজ আফগানিস্তানের সঙ্গে নিউজিল্যান্ড হারলে, তবেই ভারত সেমিফাইনালের ছাড়পত্র পেত। কিন্তু সে রকম কিছুই ঘটল না। বরং নিউজিল্যান্ড ম্যাচ জিতে পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে পৌঁছে গেল।
এদিন আফগানিস্তানকে সমর্থন করছিল গোটা ভারত। কিন্তু ভারতের মান রক্ষা করতে পারেননি আফগানরা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com