উগ্রপন্থি টিএলপিকে পাকিস্তানের বৈধতা

প্রকাশ: ০৭ নভেম্বর ২১ । ২০:৫৮ | আপডেট: ০৭ নভেম্বর ২১ । ২০:৫৮

অনলাইন ডেস্ক

ফাইল ছবি

কয়েক মাসের টানা সহিংস বিক্ষোভের মুখে উগ্রপন্থিদের কাছে নতি স্বীকার করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সন্ত্রাসবাদের অভিযোগে নিষিদ্ধ হওয়া তেহরিক-ই লাব্বাইক পাকিস্তান (টিএলপি) নামে গোষ্ঠীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন তিনি। 

এদিকে রাজনৈতিক দলের স্বীকৃতি পাওয়ার জন্য পাকিস্তানি তালেবানও সুযোগ খুঁজছে। সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য তারা তাদের বন্দি সদস্যদের মুক্তির শর্ত দিয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও এনডিটিভির।

শরিয়া আইন প্রয়োগে কট্টরপন্থায় বিশ্বাসী পাকিস্তানের খাদিম হুসাইন রিজভীর প্রতিষ্ঠিত টিএলপিকে চলতি বছরের ১৫ এপ্রিল নিষিদ্ধ করা হয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র ইস্যুতে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে সহিংসতা ছড়ায় টিএলপি। একই সঙ্গে এই গোষ্ঠীর কারাবন্দি নেতা রিজভীর মুক্তির দাবিতে সহিংস বিক্ষোভে পুলিশ সদস্যসহ ২১ জন নিহত হন।

সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক সরকার টিএলপির নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশ পাঠায়। সেই সুপারিশ গত শুক্রবার মন্ত্রিসভায় অনুমোদন করেন প্রধানমন্ত্রী ইমরান। তবে খবরটি গোপন ছিল। গত শনিবার বিষয়টি সামনে আসে। সরকার বলছে, শান্তির জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com