স্বাস্থ্য মন্ত্রণালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তিটি ভুয়া

প্রকাশ: ১০ নভেম্বর ২১ । ১৫:২৫ | আপডেট: ২১ নভেম্বর ২১ । ১৫:০০

অনলাইন ডেস্ক

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ১১টি পদে জনবল নিয়োগের কথা বলে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেটি ভুয়া বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ওই বিজ্ঞপ্তিতে উপ-পরিচালক (গবেষণা, প্রশিক্ষণ ও এক্সটারনাল অ্যাফেয়ার্স) পদে একজনকে নেওয়ার কথা বলা হয়। এজন্য প্রার্থীকে এমবিবিএস ডিগ্রী অথবা পাবলিক হেলথ/ পপুলেশন সায়েন্স/ডেমোগ্রাফি/নিউট্রিশন/এপিডেমিওগ্রাফি/হেলথ ইকোনোমিকস/সোশ্যাল ওয়ার্ক/সোশ্যায়োলজি -তে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বেতন স্কেল বলা হয় ৪৩,০০০-৬৯,৮৫০/-। এছাড়া, সহকারী পরিচালক (বায়ো-মেডিক্যাল রিসার্চ) পদে একজন এবং সহকারী পরিচালক (রিসার্চ অ্যান্ড ট্রেনিং), গবেষণা কর্মকর্তা (বায়ো-মেডিক্যাল রিসার্চ), গবেষণা ও প্রশিক্ষণ কর্মকর্তা,  গবেষণা ও পাবলিকেশন কর্মকর্তা,গবেষণা কর্মকর্তা (ডাটা ম্যানেজমেন্ট),প্রশাসনিক কর্মকর্তা পদে লোক নিয়োগের কথা বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।

কিন্তু পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান সমকালকে বলেন, ওই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া। একটি অসাধু চক্র প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতে ওই নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। তিনি এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।   

সংশোধনী

সংবাদমাধ্যমে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিকে সূত্র হিসেবে ধরে প্রথমে সংবাদটি প্রকাশ করা হয়। কিন্ত পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান সমকালকে বলেন, 'ওই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া। একটি অসাধু চক্র প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতে ওই নিয়োগ বিজ্ঞপ্তি দেয়।' অসাবধানতাবশত ভুলভাবে সংবাদটি পরিবেশন করা জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com