
পাবনায় নির্বাচনী সহিংসতায় নিহত ১
প্রকাশ: ১০ নভেম্বর ২১ । ১৫:৪৩ | আপডেট: ১০ নভেম্বর ২১ । ১৬:৪১
পাবনা অফিস

সবুজ হোসেন
পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় আহত যুবক সবুজ হোসেন (২৮) মারা গেছেন। মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সবুজ সুজানগর উপজেলার চলনা গ্রামের হাচেন আলীর ছেলে। তিনি ভায়না ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুকের সমর্থক বলে জানা গেছে। সোমবার রাতে ভায়না ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আমিন উদ্দিন আর স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুকের কর্মী সমর্থকদের সংঘর্ষে সবুজ আহত হন।
স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক জানান, সুজানগরের বিভিন্ন ইউনিয়নে প্রশাসনের ছত্রছায়ায় কিছু বহিরাগত সন্ত্রাসী দাপট দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে। তারাই ইন্দন জুগিয়ে সবুজকে হত্যা করেছে। তিনি আরও জানান, কয়েকজন প্রভাবশালী কেন্দ্রীয় নেতার নাম ব্যবহার করে প্রশাসনের উপর খবরদারি করছে।
সুজানগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আলম বলেন, আহত একজনের মৃত্যুর বিষয় শুনেছি। সম্ভবত তিনি গত রাতে ভায়নায় আহতদের একজন হতে পারেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com