কথা কাটাকাটির জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

প্রকাশ: ১০ নভেম্বর ২১ । ১৬:০৫ | আপডেট: ১০ নভেম্বর ২১ । ১৬:০৫

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় গৃহবধূকে হত্যার দায়ে আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ওই গৃহবধূর মৃত্যু হয়।

গ্রেপ্তার আবুল কালাম ওই এলাকার ধানসিঁড়ি আশ্রয়ন প্রকল্পের মৃত নবাব হোসেনের ছেলে।  ।

 নিহতের নাম শেফালী বেগম (২৮)। তিনি একই আশ্রয়ন প্রকল্পের মো.ইউসুফের স্ত্রী।

হাতিয়া থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাতিয়া থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে ধানসিঁড়ি আশ্রয়ন প্রকল্পের শেফালী বেগমের সাথে একই আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা মো. আবুল কালামের গাছ কাটা ও টয়লেট ব্যবহার নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।  এ সময় আবুল কালাম উত্তোজিত হয়ে দা দিয়া শেফালী বেগমকে পেটে ও বাম হাতে কুপিয়ে গুরুতর জখম করেন। গুরুতর আহত অবস্থায় শেফালী বেগমকে নোয়াখালী শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার রাত দেড়টার দিকে শেফালী বেগম মারা যান।

হাতিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার পর অভিযুক্ত আবুল কালাম গা ঢাকা দেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আসামির স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com