
দুর্বল সেশেলসকেও হারাতে পারলো না বাংলাদেশ
প্রকাশ: ১০ নভেম্বর ২১ । ১৯:০৯ | আপডেট: ১০ নভেম্বর ২১ । ১৯:৩২
স্পোর্টস ডেস্ক
র্যাংকিংয়ে সেশেলসের অবস্থান ১৯৯তে। যেখানে বাংলাদেশ আছে ১৮৭তে
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়েও পেছনে সেশেলস। ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রটির ফিফাতে অবস্থান ১৯৯তে। সেখানে বাংলাদেশ আছে ১৮৭তে। বাংলাদেশের মানুষ এই দ্বীপ রাষ্ট্রটিকে চেনে মূলত সর্বশেষ বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ নেয়ার ফলে। সেই দেশটির বিপক্ষেও জিততে পারলো না বাংলাদেশ।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসা চারজাতি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সাথে ১-১ গোলে ড্র করেছে সেশেলস। বাংলাদেশের পক্ষে গোল করেছেন মোহাম্মদ ইব্রাহিম। এই ম্যাচ দিয়েই জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হলেন মারিও লেমসে।
প্রথমার্ধে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ১৮ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের দুর্দান্ত ফিনিশিংয়ে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরও আক্রমণ চালিয়ে গেছে মারিও লেমসের বাংলাদেশ। এগিয়ে থাকায় জয়ের আশাই করেছিল বাংলাদেশ। প্রথমার্ধের বাকি সময়ে নিশ্চিত এক গোলের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। সেশেলসের গোলকিপারকে একা পেয়েও আরেকটি গোল করতে ব্যর্থ হন আগের গোলের মালিক ইব্রাহিম।
দ্বিতীয়ার্ধেই যেন খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত ম্যাচের ৮৮ মিনিটে রশিদ লাবরোসে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় সেশেলস। এতে ১-১ এর সমতায় শেষ হয় ম্যাচটি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com