রাষ্ট্র সিন্ডিকেটের হাতিয়ার হতে পারে না: জেএসডি

প্রকাশ: ১০ নভেম্বর ২১ । ২১:২৪ | আপডেট: ১০ নভেম্বর ২১ । ২১:২৪

সমকাল প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি বলেছে, রাষ্ট্র কোনো সিন্ডিকেটের হাতিয়ার হতে পারে না। সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও গণপরিবহনে ভাড়া নৈরাজ্যের এসব সর্বনাশা পদক্ষেপ রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্ট করে ফেলছে।

বুধবার জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে এসব কথা বলেন।

নেতারা বলেন, জ্বালানি তেলের দামকে কেন্দ্র করে গণপরিবহনে ভাড়া বৃদ্ধি এবং যাত্রীদের নাভিশ্বাস অবস্থায় বলি দেওয়ার কর্মকাণ্ড চলছে। এতে আশঙ্কা করা হচ্ছে সিন্ডিকেট এবং সরকারের মধ্যে গোপন আঁতাত রয়েছে। দেশের জনগণ বিশ্বাস করতে শুরু করেছে জনগণের স্বার্থ সংরক্ষণের প্রশ্নে রাষ্ট্র তাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে না। জনগণ রাষ্ট্র এবং সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে, তা রাষ্ট্রের জন্য এক অশনিসংকেত।

জেএসডি নেতারা বলেন, দীর্ঘ এক যুগের অপশাসনে এমনিতেই রাষ্ট্র দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ হয়ে উঠেছে। উপরন্তু, রাষ্ট্র থেকে জনগণকে বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া যেভাবে শুরু হয়েছে তাতে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত জনগণের মালিকানাধীন রাষ্ট্রের বিলুপ্তি ঘটতে আর বেশি সময় লাগবে না।

তারা বলেন, গত কয়েকদিনে জ্বালানি তেলের দামকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘট ও পরিবহন ভাড়া বৃদ্ধিসহ জনগণের দুর্ভোগ ও ভোগান্তির যে চিত্র ফুটে উঠেছে তাতে দেখা যায় সব পক্ষই জনগণকে জিম্মি করে এবং বলি দিয়ে ফায়দা হাসিল করছে, কোনো পক্ষই জনগণের ন্যায়সংগত দাবি-দাওয়া বিবেচনায়ই নিচ্ছে না।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com