বিজিএপিএমইএর নতুন সভাপতি মোয়াজ্জেম হোসেন

প্রকাশ: ১০ নভেম্বর ২১ । ২৩:৪৯ | আপডেট: ১০ নভেম্বর ২১ । ২৩:৪৯

সমকাল প্রতিবেদক

বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি। তিনি ক্লাসিক কার্টন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া মোহাম্মদ বেলাল প্রথম সহ-সভাপতি, মোস্তফা সেলিম দ্বিতীয় সহ-সভাপতি, জহির উদ্দিন আলমগীর সহ-সভাপতি ও মনির উদ্দিন আহমেদ সহ-সভাপতি (অর্থ) নির্বাচিত হয়েছেন।

গত সোমবার সংগঠনের ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে এ নির্বাচনের আয়োজন করা হয়। তবে শেষ পর্যন্ত এবারও সমঝোতার ভিত্তিতেই ঢাকায় ১৬ এবং চট্টগ্রাম অঞ্চল থেকে পাঁচজন পরিচালক নির্বাচন করা হয়। তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্ব দেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক আব্দুর রাজ্জাক।

নির্বাচিত পরিচালকরা হলেন, মোজাহারুল হক শহীদ, হাসানুল করিম তমিজ, সালেহ আহম্মেদ বাবু, খান নজরুল ইসলাম হান্নান, ওমর ফারুক, মো. শাহরিয়ার, মনিরুজ্জামান মোল্লা, রফিকুল ইসলাম চৌধুরী, আব্দুন নূর, সুলতান ইসলাম তারেক, আতিকুর রহমান, সাইফুল ইসলাম সবুজ, শহীদুল ইসলাম চৌধুরী, আব্দুল ওয়াজেদ, ইকবাল পারভেজ ও এনামুল হক।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com