বিড়ালটি পেয়ে আনন্দে আত্মহারা জার্মান নারী

প্রকাশ: ১৬ নভেম্বর ২১ । ১১:২২ | আপডেট: ১৬ নভেম্বর ২১ । ১১:২৫

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

জার্মান নারীর কোলে তার পোষা বিড়াল লিও, ছবি: সমকাল

নিজের পোষা বিড়ালটি পাওয়া গেছে শুনেই রাতের মধ্যে ঢাকা থেকে সুনামগঞ্জের তাহিরপুরে এসে পৌঁছেছেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান। তিনি হারিয়ে যাওয়া আদরের বিড়ালটি কোলে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন।

এই বিড়াল পাওয়ার জন্য তিনি সম্প্রতি তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং পর্যন্ত করিয়েছেন। এরপর তিনি সেই কষ্ট নিয়ে ঢাকায় ফিরে যান। অবশেষে সোমবার রাতে বিড়ালটি পেয়ে ধরতে সক্ষম হন স্থানীয় যুবক রতন রায়। তার হাতে কামড় দিয়ে দেয় বিড়ালটি।

লিওকে নিয়ে জার্মান নারী জুলিয়া ওয়াসিমান, লিও হারিয়ে যাওয়ার আগের ছবি এটি

‘লিও’ নামে পোষা বিড়ালটি ধরার পর তার বাড়িতেই একটি খাঁচার ভেতরে আটকে রাখা হয়েছিল। তখন ঢাকায় ছিলেন জুলিয়া ওয়াসিমান। খবর পেয়ে তিনি রাতেই রওনা দিয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে এসে তাহিরপুরে রতনের বাড়িতে পৌঁছান। তখন বিড়ালটি কোলে নিয়ে তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়েন।

এর আগে বিড়ালটির ছবি পাঠানো হয় তার কাছে। সেটি দেখে তিনি নিশ্চিত করেন এটিই তার আদরের লিও। সকাল ৯টার দিকে লিওকে নিয়ে তিনি আবার ঢাকার উদ্দেশে রওনা দেন।

>> অবশেষে পাওয়া গেল সেই জার্মান নারীর পোষা বিড়াল


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com