
পাবনায় হাত-পা কেটে স্ত্রীকে হত্যার অভিযোগ
প্রকাশ: ১৬ নভেম্বর ২১ । ১২:১১ | আপডেট: ১৬ নভেম্বর ২১ । ১২:২৩
পাবনা অফিস

নিহতের স্বজনদের আহাজারি
পরকীয়ায় বাধা দেওয়ায় পাবনা সদর উপজেলার ফলিয়া গ্রামে স্বামীর বিরুদ্ধে হাত-পা কেটে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ভোরে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ফলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম হামিদা খাতুন (৩২)। তিনি ওই গ্রামের তেজেম মোল্লার স্ত্রী।
নিহতের ভাই হামিদুল ইসলাম অভিযোগ করেন, তেজেম মোল্লা প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। তার প্রতিবাদ করেন আমার বোন। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। তেজেম মোল্লা আমার বোনকে প্রায়ই মারধর করতেন। এরই জেরে মঙ্গলবার ভোরে আমার বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর তার এক হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। পরে সে ফোন দিয়ে আমার বোনকে হত্যার বিষয়টি জানিয়ে পালিয়ে যায়। আমরা তার বাড়িতে গিয়ে ঘটনা জানতে পারি এবং পুলিশকে খবর দেই।
পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জুয়েল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনও কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com