
ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্ল্যাসিকো কাল
প্রকাশ: ১৬ নভেম্বর ২১ । ১৩:৩১ | আপডেট: ১৬ নভেম্বর ২১ । ১৩:৩১
স্পোর্টস ডেস্ক

ফের আর্জেন্টিনা-ব্রাজিলের মহারণ দেখতে প্রস্তুত ফুটবলপ্রেমীরা
আগের বার শুরু হলেও শেষ করা যায়নি। কোয়েরান্টাইন ইস্যুর কারণে ৯মিনিট না হতেই থামাতে হয়েছিল খেলা। সেই ম্যাচের পর দুই মাস পর কাল ভোরে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মাঠে নামতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।
আগের ম্যাচে উরুগুয়েকে হারিয়ে কাজটা এগিয়ে রেখেছিল আর্জেন্টিনা। সেক্ষেত্রে বুধবার সুপার ক্ল্যাসিকোয় ব্রাজিলকে হারাতে পারলে এবং একই দিন মাঠে নামা উরুগুয়ে, চিলি, কলম্বিয়া ম্যাচের দুটি দল না জিতলেই সরাসরি কাতার বিশ্বকাপে চলে যাবেন মেসিরা। এর আগে লাতিন অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট কাটে ব্রাজিল।
এই ম্যাচে একাদশে ফিরতে যাচ্ছেন লিওনেল মেসি। হাঁটুর ইনজুরি কাটিয়ে উঠে উরুগুয়ের বিপক্ষে খেলেছেন মাত্র শেষের ১৪ মিনিট। কিন্তু প্রভাব বিস্তার করতে পারেননি। অবশ্য আর্জেন্টিনার জয় পেতে কোনো সমস্যা হয়নি। ৭ মিনিটে ডি মারিয়ার একমাত্র গোলেই ৩ পয়েন্ট পেয়ে যায় তারা। ব্রাজিলের বিপক্ষে মেসি ফেরায় একাদশে নাও দেখা যেতে পারে পাওলো দিবালাকে। শঙ্কা আছে মিডফিল্ডার লেন্দ্রো পারদেসকে নিয়েও। গত মাসে পেরুর বিপক্ষে খেলার সময় পাওয়া উরুর চোট এখনো ভুগাচ্ছে তাকে। তাই উরুগুয়ের বিপক্ষেও খেলতে সমস্যা হয় তার। এই মিডফিল্ডারের জায়গায় গুইদো রদ্রিগেজকে একাদশে আনতে পারেন স্কালোনি।
অন্যদিকে, ব্রাজিলের একাদশেও আসবে পরিবর্তন। কার্ড নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনা ম্যাচে থাকতে পারছেন না কাসেমিরো। এই মিডফিল্ডারের জায়গা নিবেন ফাবিনিও। তাছাড়া পরিবর্তন হতে পারে আরও। আগের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় বড় কোনো চিন্তা নেই। তাই ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলের গভীরতা পরখ করার কাজটাই করে যাবেন তিতে। যার ফলে গ্যাব্রিয়েল জেসুসের বদলে আক্রমণভাগে দেখা যেতে পারে ম্যাথিউস কুনাকে আর রক্ষণে অভিজ্ঞ থিয়াগো সিলভার জায়গা নিতে পারেন এডের মিলিতাও।
গত সেপ্টেম্বরে সাও পাওলোতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ হওয়ার কথা থাকলেও করোনা নিয়ম ভাঙার অভিযোগে ম্যাচটি বন্ধ করে দেয় ব্রাজিলের স্বাস্থ্য অধিদপ্তর। পরে এটি বাতিলের খাতায় নাম ওঠায়। সেক্ষেত্রে কোপা আমেরিকার ফাইনালের পর এটিই হবে দুই দলের প্রথম দেখা। এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি দেখায় ৪১ ম্যাচে জিতেছে আর্জেনিটনা, ৪৬ ম্যাচে ব্রাজিল। আর ২৫ ম্যাচ হয়েছে ড্র।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com