দৈনিক সবুজ নিশান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মনীন্দ্র

প্রকাশ: ১৬ নভেম্বর ২১ । ১৭:১১ | আপডেট: ১৬ নভেম্বর ২১ । ১৯:০৭

অনলাইন ডেস্ক

মনীন্দ্রনাথ সরকার। ছবি: সংগৃহীত

সাংবাদিক মনীন্দ্রনাথ সরকারকে দৈনিক সবুজ নিশান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক করা হয়েছে। ১১ নভেম্বর পত্রিকাটির প্রধান সম্পাদক ও প্রকাশক ড. মুহাম্মদ আবু তালহা স্বাক্ষরিত পত্রে তাকে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৯ সাল থেকে তিনি পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মনীন্দ্রনাথ সরকার দীর্ঘদিন ধরেই সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত। তিনি দৈনিক খবরের ব্যবস্থাপনা সম্পাদক, দ্য ইন্ডিপেনডেন্টের ব্যবস্থাপনা কর্মকর্তা এবং দৈনিক আমাদের সময়ের সম্পাদকের উপদেষ্টা ছিলেন। 

তিনি ২০ বছর ধরে বিভিন্ন সময়ে র্যং গস, রূপায়ন ও অমিকন গ্রুপের মিডিয়া কনসালট্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।  


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com