শিশুকে সন্তানকে হেফাজতে নিতে ভারতীয় মায়ের রিট, বাবার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ: ১৬ নভেম্বর ২১ । ১৯:২০ | আপডেট: ১৬ নভেম্বর ২১ । ২১:৩৮

সমকাল প্রতিবেদক

তিন বছরের শিশু সন্তানকে হেফাজতে নিতে ভারতীয় নাগরিক সাদিকা সাঈদের করা রিট আবেদনের শুনানি শেষে বাবা বাংলাদেশি নাগরিক বাবা শাহিনুর টি আই এম নবীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। 

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

গত ৮ আগষ্ট ভারতীয় নাগরিক সাদিকা সাঈদের পক্ষে তার তিন বছরের শিশু সন্তানকে হেফাজতে নেওয়ার আদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। পরে ওই আবেদনের শুনানি নিয়ে ২৫ আগস্ট হাইকোর্ট দুই মাসের জন্য ওই শিশুকে ভারতীয় নাগরিক মা সাদিকা সাঈদের হেফাজতে রাখার আদেশ দেন। 

আদেশে বলা হয়, মা ও শিশু মানবাধিকার সংগঠন ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) ব্যবস্থাপনায় থাকবে। তবে বাংলাদেশি বাবা সপ্তাহে তিন দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিশুর সঙ্গে সময় কাটাতে পারবেন। এ দুই মাস সাদিকা সাঈদের পাসপোর্ট গুলশান থানায় জমা রাখতে বলা হয়।

শিশুর মায়ের আইনজীবী ফাওজিয়া করিম সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের আদেশের পর শিশুর বাবা তার সন্তানকে উন্নত পরিবেশে গুলশান ক্লাবে রাখার ইচ্ছা প্রকাশ করেন। পরে গুলশান ক্লাবেই মা ও শিশু অবস্থান করছিলেন। এক পর্যায়ে তিন বছরের ওই শিশুকে বেড়ানোর কথা বলে গুলশান ক্লাব থেকে নিয়ে যান বাবা শাহিনুর। কিন্তু পরে আর মায়ের কাছে দিয়ে যাননি। বিষয়টি নজরে আনা হলে শিশুটিকে বাবার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।’

এদিকে শিশুটির বাবার পক্ষে আইনি লড়াই থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফাওজিয়া করিম। 

আইনজীবীরা জানান, ভারতের বিয়েসংক্রান্ত ওয়েবসাইট থেকে অন্ধপ্রদেশের হায়দরাবাদের সাদিকা সাঈদ শেখের সঙ্গে পরিচয় হয় ঢাকার বারিধারার ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের সন্তান শাহিনুর টি আই এম নবী। সাঈদাও হায়দরাবাদের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। ২০১৭ সালে হায়দরাবাদে তাদের ঘটা করে বিয়ে হয়। বিয়ের পর মালেশিয়ার কুয়ালালামপুরে বসবাস শুরু করেন তারা। ২০১৮ সালে এই দম্পতির এক পুত্র সন্তানের জন্ম হয়। 

পরে পারিবারিক বিরোধের জের ধরে শিশুটিকে নিয়ে বাংলাদেশে চলে আসেন শাহিনুর টি আই এম নবী। 

আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ জানান, হাইকোর্টে মামলা দায়ের করার পর শাহিনুর টি আই এম নবী তার স্ত্রী সাদিকা সাইদকে ডিভোর্স দিয়েছেন।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com