নোয়াখালীতে স্কুলছাত্রী অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ মামলায় এক আসামি গ্রেপ্তার

প্রকাশ: ১৬ নভেম্বর ২১ । ১৯:৩০ | আপডেট: ১৬ নভেম্বর ২১ । ২১:০৩

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ মামলার এক আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

কামাল হোসেন ওরফে কামাইল্লা চোরাকে (৪৫) মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে বলে সমকালকে জানান বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি। গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রুহুল আমিন।

গ্রেপ্তার কামাল মামলার ২ নম্বর আসামি ও নরোত্তমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহাজন বাড়ির মৃত জালাল আহমদের ছেলে। 

ওসি মীর জাহেদুল হক রনি বলেন, আসামিকে নিয়ে টাঙ্গাইল থেকে নোয়াখালীর উদ্দশ্যে রওনা দিয়েছে পুলিশ। থানায় আসার পর তাকে জিজ্ঞাসাবাদ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 

মামলার অন্য আসামিরা হলেন, বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের আবদুল্লা আল মামুন (২৮), নাছের (২৫), হাজীপুর পাঁচ বাড়ির ফরহাদ (২৭)। মামুন এই মামলার প্রধান আসামি। 

মামলার এজাহার থেকে জানা যায়, কিশোরী স্কুলে যাওয়ার পথে ওই তরুণরা তাকে অপহরণ করেন। পরে কিশোরীকে একটি বাড়িতে আটকে রেখে ‘দলবদ্ধভাবে ধর্ষণ’ করেন তারা। ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করার অভিযোগও করেছেন ভুক্তভোগী তরুণী। প্রায় চার মাস বন্দি থাকার পর কিশোরী পালিয়ে এসে ওই চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বেগমগঞ্জ মডেল থানা ওসি জাহিদুল হক রনি জানান,গত সোমবার দুপুরে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেদিন সন্ধ্যায় নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে তার। বর্তমানে সে তার অভিভাবকের জিম্মায় রয়েছে। মামলার প্রধান ও বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। 


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com