
টাঙ্গাইলে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বাবা-ছেলের
প্রকাশ: ১৬ নভেম্বর ২১ । ২০:৩৪ | আপডেট: ১৬ নভেম্বর ২১ । ২০:৩৪
টাঙ্গাইল প্রতিনিধি

বিদ্যুৎস্পর্শে নিহত স্বজনদের আহাজারি। ছবি: সমকাল
টাঙ্গাইলে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আইন উদ্দিন মিয়া (৬৫) ও তার ছেলে আনোয়ার হোসেন (৩৩)। পরে বাদ জোহর গোসাই জোয়ার কেন্দ্রীয় কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।
স্থানীয়রা জানান, ভাড়ায় অটোরিকশা নিয়ে সংসার চালাতে কষ্ট হচ্ছিল আনোয়ারের। যা আয় হতো মালিককে দিয়ে সামান্যই থাকত। সংসারে একটু সচ্ছলতা আনতে সোমবার একটি অটোরিকশা কেনেন তিনি। কে জানত সেই অটোরিকশাই কাল হবে তার। দুর্ঘটনার পর স্বামী-সন্তান হারিয়ে পাগলপ্রায় আনোয়ারের বৃদ্ধা মা। আর স্ত্রী ফাতেমা বেগমের কান্নায় ভারি হয়ে উঠছে আকাশ-বাতাশ।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান সাদ্দাম বলেন, আনোয়ারের তিন বছরের ফাহিম ও এক বছরের ফাহাদ নামের দুই ছেলে আছে। অটোরিকশা চালিয়ে কোনোরকমে তার সংসার চলত। তাদের মৃত্যুতে পরিবারটি নিঃস্ব হয়ে গেল। ওই পরিবারে আর উপার্জনক্ষম ব্যক্তি রইল না।
টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, নতুন অটোরিকশা কিনে বাড়িতেই চার্জে দেন আনোয়ার। মঙ্গলবার ভোর ৪টার দিকে চার্জার খুলতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে এগিয়ে গেলে আইন উদ্দিনও বিদ্যুৎস্পৃষ্ট হন। দু'জনের চিৎকারে বিদ্যুতের মেইন লাইন খুলে দেন আনোয়ারের মা। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com