ইজেনারেশনের নতুন চেয়ারম্যান আশরাফুল ইসলাম

প্রকাশ: ১৮ নভেম্বর ২১ । ১১:৫২ | আপডেট: ১৮ নভেম্বর ২১ । ১১:৫২

সমকাল প্রতিবেদক

এসএম আশরাফুল ইসলাম

সাবেক অতিরিক্ত সচিব এসএম আশরাফুল ইসলাম শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি ইজেনারেশন লিমিটেডের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।


আশরাফুল ইসলাম বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত পাঁচ বছর ইজেনারেশনের স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনার উন্নয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ব্যবসা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com