
পদাবলি
অজানা সংকেত রাখে
প্রকাশ: ২৬ নভেম্বর ২১ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আহমদ জামাল জাফরী
সকল প্রকোষ্ঠেই থাকে অদেখা আশ্নেষ
আনন্দিত সময়ের ওষ্ঠে চুমু খায় ক্রমবর্ধমান বেদনা
ঘৃণা ও মিলনের আলো-অন্ধকারে মানুষেরা ঘুমিয়ে থাকে,
পৃথিবীর সমস্ত আঙিনা অলৌকিক আমন্ত্রণে
অন্ধকারের দিকে ঝুঁকে পড়ছে।
অমৃত রেখে দূর বনে উড়ে গ্যাছে মৌমাছি
সমস্ত আচার মেনে মানুষেরা ভিড়ে মিশে যায়,
তবু কিছু জাগ্রত বৃক্ষ দ্বিধামুক্ত স্থির
কমলা ও হরিৎ বর্ণের রঞ্জন পৌঁছে দেয়
কুশলতার নিরাশ্রয় লন্ঠন জ্বেলে
গূঢ় প্রণয়ের গান বাঁধে,
প্রবহমান রঙের ভেতর দৃশ্যকল্প, সন্ধ্যাতারা,
নীলপদ্ম, গোপন অশ্রুবিন্দু, পলাতক রংধনু
আর রাতের মলাট জুড়ে জ্যোতির্ময় চক্রবাক
খুলে নেয় পরাক্রান্ত ঘুমের ডানা
অজানা সংকেত রাখে রক্তের লৌহকণিকায়।
আনন্দিত সময়ের ওষ্ঠে চুমু খায় ক্রমবর্ধমান বেদনা
ঘৃণা ও মিলনের আলো-অন্ধকারে মানুষেরা ঘুমিয়ে থাকে,
পৃথিবীর সমস্ত আঙিনা অলৌকিক আমন্ত্রণে
অন্ধকারের দিকে ঝুঁকে পড়ছে।
অমৃত রেখে দূর বনে উড়ে গ্যাছে মৌমাছি
সমস্ত আচার মেনে মানুষেরা ভিড়ে মিশে যায়,
তবু কিছু জাগ্রত বৃক্ষ দ্বিধামুক্ত স্থির
কমলা ও হরিৎ বর্ণের রঞ্জন পৌঁছে দেয়
কুশলতার নিরাশ্রয় লন্ঠন জ্বেলে
গূঢ় প্রণয়ের গান বাঁধে,
প্রবহমান রঙের ভেতর দৃশ্যকল্প, সন্ধ্যাতারা,
নীলপদ্ম, গোপন অশ্রুবিন্দু, পলাতক রংধনু
আর রাতের মলাট জুড়ে জ্যোতির্ময় চক্রবাক
খুলে নেয় পরাক্রান্ত ঘুমের ডানা
অজানা সংকেত রাখে রক্তের লৌহকণিকায়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com