টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রকাশ: ২৬ নভেম্বর ২১ । ০৯:৩৪ | আপডেট: ২৬ নভেম্বর ২১ । ০৯:৩৪

কক্সবাজার অফিস

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় শুক্রবার ভোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। 

নিহতদের নাম কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা জানা গেছে।

এ বিষয়ে কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নিত্যনন্দন দাশ জানান, মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে এমন তথ্য পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ পাওয়া যায়। এছাড়া ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com