
দুর্দান্ত লিটন, ছুঁলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক
প্রকাশ: ২৬ নভেম্বর ২১ । ১৬:২০ | আপডেট: ২৬ নভেম্বর ২১ । ১৭:১২
স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক হাঁকালেন লিটন
বিশ্বকাপে বাজে পারফরম্যান্সে সমালোচনা তাকে ঘিরে ধরেছিল চারপাশে। টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ব্যর্থতায় দল থেকে বাদও পড়েছেন। কিন্তু টেস্টে নিজের চেনা ছন্দেই আছেন লিটন দাস। দলের বিপদের মূহুর্তে নেমে মুশফিকের সঙ্গে বড় জুটি গড়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১৯৯ বল মোকাবেলায় ১০টি চার ও এক ছক্কায় এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
মাত্র ৪৯ রানের মধ্যেই দলের প্রথম চার টপ অর্ডার ব্যাটারই আউট হয়ে ফিরে যান। সেখান থেকেই হাল ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস। দলকে বিপর্যয় থেকে উদ্ধার করার পাশাপাশি পঞ্চম উইকেট জুটিতে গড়েছেন রেকর্ড। চট্টগ্রামের মাঠে এখন সেরা জুটি তাদের। একই সঙ্গে দারুণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে লিটন দাস তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি।
টেস্টে এর আগে লিটনের সর্বোচ্চ ছিল ৯৫, জিম্বাবুয়ের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে আছে ৯৪ রানের এক ইনিংস। দুটোই কাটা পড়েছে নড়বড়ে নব্বইয়ের খড়গে। তাই পাকিস্তানের বিপক্ষে নব্বইয়ের ঘরে এসে সতর্ক ছিল লিটন।
প্রতিবেদন লেখার আগ পর্যন্ত লিটন অপরাজিত আছেন ১০০ রানে। অপর প্রান্তে মুশফিকুর রহিমও তাকে সঙ্গ দিচ্ছেন দারুণভাবে। অপরাজিত আছেন ৭৭ রানে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com