তবে কী যশ-নুসরাতের সম্পর্কে ফাটল

প্রকাশ: ২৬ নভেম্বর ২১ । ২০:৪৮ | আপডেট: ২৬ নভেম্বর ২১ । ২১:০৫

বিনোদন ডেস্ক

নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত

কলকাতার আলোচিত জুটি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। চার মাস বয়সী ঈশান তার বাবা-মায়ের সঙ্গে বেশ ভালোই আছে। কিন্তু হঠাইৎ তাদের দুজনের সম্পর্কে ফাটল ধরল কি-না, তা নিয়ে টলিপাড়ায় শুরু হয়েছে জল্পনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের দুটি পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন এ জল্পনা।

নুসরাত তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘যে ঘরে শান্তি নেই, তা কারাগারের সমান। আর সেরা কারাগার হলো সেই ঘর, যেটা ভালোবাসা দিয়ে তৈরি। যা কি-না কেউ ছেড়ে যেতে চায় না!’

এরপরই আরেক পোস্টে অভিনেতা যশ দাশগুপ্ত লেখেন, ‘কেন খাঁচায় বন্দি আছো? খাঁচার দরজা তো খোলাই রয়েছে।’

মূলত এ ঘটনাই নেটিজেনদের মনে প্রশ্ন তৈরি করেছে, তবে কী যশ-নুসরাতের সম্পর্কে ফাটল?

নিখিল-নুসরাতের বিয়ে অবৈধ বলে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই নেটিজেনদের একাংশ কটাক্ষ করেন যশরত জুটিকে। কেউ কেউ বলেন, 'ভালোই হয়েছে এবার যশকে বিয়ে করে নিন।' পাশাপাশি এ জুটির  অনুরাগীদের মধ্যেও এসেছিল বিরাট স্বস্তি। পছন্দের জুটিকে একসঙ্গে দেখবেন সারাজীবন- এ আশাতেই ছিলেন তারা। এরমধ্যেই যশ-নুসরাতের সম্পর্কে ফাটলের ইঙ্গিত, যেখানে নিখিল-নুসরাতের বিচ্ছেদের সপ্তাহ ঘুরেছে মাত্র।

যদিও বিষয়টা গুরুগম্ভীর, না-কি সাময়িক, সেটা সময়ই বলে দেবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com