
জমে উঠেছে আদমদীঘির চাদর কম্বলের বাজার
প্রকাশ: ২৮ নভেম্বর ২১ । ২০:৩০ | আপডেট: ২৮ নভেম্বর ২১ । ২০:৩০
বগুড়া (আদমদীঘি) প্রতিনিধি

শীতের আগমনে জমে উঠেছে আদমদীঘির সাওইল বাজারের প্রসিদ্ধ চাদর ও কম্বলের বাজার। স্থানীয় তাঁতিপল্লীগুলোতে বেড়েছে ব্যস্ততা। প্রতি বুধ ও রোববার বসছে শীতবস্ত্রের হাট। তবে সুতার দাম ও শ্রমিক মজুরি বেশি হওয়ায় চাদর ও কম্বলের দামও এবার বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সাওইল বাজারের এসব শীতবস্ত্র খুব আকর্ষণীয় ও অল্পমূল্যের হওয়ায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ ব্যক্তিপর্যায়ে সারাদেশে দুস্থদের মাঝে যে কম্বল-চাদরসহ শীতবস্ত্র বিতরণ করা হয়, সেসব শীতবস্ত্রে অধিকাংশই এখান থেকেই ক্রয় করা হয়ে থাকে।
সাওইল বাজারের কম্বল ও সুতা ব্যবসায়ী মাহফিজুর রহমান, শরিফ উদ্দিন ও বাচ্চু মিয়াসহ অনেকেই জানান, শীতের আগমনে চাদর ও কম্বলের বাজার জমজমাট হলেও বর্তমানে সুতা, রং ও শ্রমিক মজুরি বেশি হওয়ায় চাদর ও কম্বলের দাম আগের চেয়ে বেশি।
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: samakalad@gmail.com