পাবনায় চার মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রকাশ: ২৯ নভেম্বর ২১ । ১৭:৪৪ | আপডেট: ২৯ নভেম্বর ২১ । ১৭:৪৪

পাবনা অফিস

পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র আব্দুল বাতেনসহ চার মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

পাবনা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, পৌরসভার ১৮টি কেন্দ্রে মোট ভোটার ৪২ হাজার ৯১০ জন। মেয়র পদের ৫ প্রার্থী মিলে পেয়েছেন ৩০ হাজার ৬৪ ভোট।

ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন পেয়েছেন ২১ হাজার ৮৮৩ ভোট। বর্তমান মেয়র আব্দুল বাতেন নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৬০ ভোট। 

আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য এএইচএম ফজলুর রহমান মাসুদ রেল ইঞ্জিন প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী কেএম আব্দুল্লাহ জগ প্রতীকে পেয়েছেন ৮১৭ ভোট এবং এসএম সাদিয়া আলম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ২২৫ ভোট।

রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, প্রদত্ত ভোটের শতকরা আট শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার বিধান রয়েছে। সে ক্ষেত্রে আব্দুল বাতেন, এএইচএম ফজলুর রহমান মাসুদ, কেএম আব্দুল্লাহ এবং সাদিয়া আলমের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com