
ট্রেনে কাটা পড়ে গ্রামীণ ব্যাংক কর্মীর মৃত্যু
প্রকাশ: ২৯ নভেম্বর ২১ । ১৯:১৯ | আপডেট: ২৯ নভেম্বর ২১ । ২১:১৪
রাজশাহী ব্যুরো

প্রতীকী ছবি
রাজশাহী নগরীতে ট্রেনের নিচে কাটা পড়ে ডলি পারভীন (২৮) নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ডলি রাজশাহীর পবা উপজেলার গ্রামীণ ব্যাংক হড়গ্রাম শাখার ঋণ বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি নাটোর জেলায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্রামীণ ব্যাংক সমিতির সদস্যদের কাছ থেকে টাকা তুলতে স্বামী আবদুস সবুরের সঙ্গে মোটরসাইকেলে করে রওনা হন ডলি। ডিঙ্গাডোবা এলাকায় রেল ক্রসিংয়ের আগে সবুর মোটরসাইকেল থামালে তিনি হেঁটে রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হোসেন বলেন, ডলির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com