
চরমপন্থীদের নির্মূল করে ৩৪ বছর ধরে চেয়ারম্যান মজিবুর রহমান
প্রকাশ: ২৯ নভেম্বর ২১ । ২১:১১ | আপডেট: ২৯ নভেম্বর ২১ । ২২:৫৩
মাদারীপুর সংবাদদাতা

বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান হাওলাদার । ছবি: সমকাল
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন পরিষদের ভোটে এবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা মজিবুর রহমান হাওলাদার। এ নিয়ে টানা সাতবারের মতো চেয়ারম্যান হলেন তিনি। গত ৩৪ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় শিরখাড়া এলাকাটি চরমপন্থীদের আখড়া হিসেবে পরিচিত ছিল এক সময়। এখন এলাকাটি প্রায় চরমপন্থী শূন্য বলা যায়। ১৯৮৮ সালে প্রথম চেয়ারম্যান হওয়ার পর থেকেই তিনি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেন। জনসেবা ও উন্নয়ন কাজের মাধ্যমেই তিনি জনগণের মনে স্থান করে নিয়েছেন।
বিজয়ী চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার বলেন, ‘আমি ১৯৮৮ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হই। সে সময় এ এলাকায় সর্বহারার আখড়া ছিল। জনগণের ভালোবাসার মূল্য দিতে আজীবন জনগণের পাশে থাকতে চাই।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com