
ভোটার তালিকায় 'মৃত' এবারও ভোট দিতে পারেননি দিপেন্দ্র
প্রকাশ: ২৯ নভেম্বর ২১ । ২১:১৮ | আপডেট: ২৯ নভেম্বর ২১ । ২১:২৫
নাটোর ও লালপুর প্রতিনিধি

দিপেন্দ্র নাথ সাহা
নাটোরের লালপুর উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক দিপেন্দ্র নাথ সাহা এবারও নিজের ভোটটি দিতে পারেননি। কারণ, ভোটার তালিকায় তিনি রয়েছেন 'মৃত' হিসেবে। একই কারণে এর আগেও ভোট দিতে পারেননি এই শিক্ষক।
এ অবস্থায় তিনি বিষয়টি সংশোধনের জন্য লালপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে আবেদন করেন। দীর্ঘ তিন বছর নির্বাচন অফিসে ঘুরে ২০১৮ সালে জাতীয় পরিচয়পত্র সংশোধন করেন। নির্বাচন কার্যালয় থেকে আশ্বস্ত করে বলা হয়, তিনি আগামীতে ভোট দিতে পারবেন। ভোটার তালিকা সংশোধন হয়ে যাবে। তবে রোববার অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দিন আবারও ভোট দিতে গিয়ে দেখেন, মৃতের তালিকাতেই পড়ে আছেন। ফলে দেওয়া হয়নি ভোট।
দিপেন্দ্র নাথ সাহা উপজেলার লালপুর ইউনিয়নের জোতদৈবকী গ্রামের বাসিন্দা। পরপর দু'বার ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করে বলেন, পরপর দু'বার ভোট দিতে না পারায় নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি। তিনি পরপর দু'বার তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। শিক্ষক হিসেবে ভোট গ্রহণের দায়িত্বও পালন করেছেন কয়েকবার। জীবিত হয়েও ভোটার তালিকায় তিনি এখন মৃত। দিপেন্দ্র নাথ সাহার প্রশ্ন, তিনি আর কত দিন মৃত হয়ে ভোটার তালিকায় পড়ে থাকবেন।
লালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন সাহাব বলেন, সার্ভারে এনআইডি কার্ড সংশোধন করে দেওয়া হয়েছে। কিন্তু ভোটার তালিকা কেন সংশোধন হলো না, তা আমি বুঝতে পারছি না। ভোটার তালিকা হালনাগাদ আমিই করেছি। ভোটের পর খোঁজ নিয়ে এর কারণ জানার চেষ্টা করব।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com