'হাফ পাস' ও নিরাপদ সড়কের দাবি

৮ ছাত্র সংগঠনের আন্দোলনে পুলিশি বাধার অভিযোগ

প্রকাশ: ২৯ নভেম্বর ২১ । ২২:১২ | আপডেট: ২৯ নভেম্বর ২১ । ২২:১২

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

হাফ পাসের আটটি প্রগতিশীল ছাত্র সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ছবি: সমকাল

নিরাপদ সড়ক ও গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার (হাফ পাস) দাবিতে আটটি প্রগতিশীল ছাত্র সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। 

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল করে সংগঠনগুলোর নেতাকর্মীরা শাগবাগের উদ্দেশে যাওয়ার সময় জাতীয় গ্রন্থাগারের সামনে পুলিশ দেয়। পরে সেখানেই তারা সমাবেশ করেন।

সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন, বাসে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে আন্দোলনরত আট বাম সংগঠনের নেতাকর্মী ও পুলিশ মুখোমুখি অবস্থান নিয়েছে।

সমাবেশে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মীখা পীরেগু বলেন, ছাত্রদের শান্তিপূর্ণ হাফ পাসের দাবির আন্দোলনে রাষ্ট্রীয় বাহিনীর হামলা হয়েছে। এ সরকার শিক্ষার্থীদের একটি যৌক্তিক দাবি মেনে নিতে পারে না।

ছাত্র ফেডারেশনের একাংশের সভাপতি মিতু সরকার বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচিতে পুলিশ হামলা করেছে। তারা নারীদের গায়ে হাত তুলেছে। ধিক্কার জানাই, আপনারা ভয় পেয়েছেন। ছাত্রদের আন্দোলনে ভয় পেয়েছেন। আপনারা কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে পেরেছেন।

আন্দোলনকারী আট ছাত্র সংগঠন হলো- ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র মুক্তি কাউন্সিল, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন ও পাহাড়ি ছাত্র পরিষদ।



© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com