
চবি শাটল ট্রেনে কাটা পড়ল নারীর দুই পা
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২১ । ২২:৪৯ | আপডেট: ০৩ ডিসেম্বর ২১ । ২২:৪৯
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে দুই পা হারিয়েছেন এক নারী। তার নাম আফিয়া বেগম (৪৮)। শুক্রবার বিকাল ৩টায় নগরীর ষোলশহর স্টেশন থেকে শাটল ট্রেনটি চবি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর আলমও। তিনি বলেন, ষোলশহর স্টেশনের রেল লাইন পারাপারের সময় ট্রেনের চাকায় এক মহিলার পা কাটা পড়েছে। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com