নিউজিল্যান্ডে টাইগাররা, দোয়া চাইলেন তাসকিন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২১ । ১৪:০৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২১ । ১৪:০৩

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ড পৌঁছে কোয়ারেন্টিনে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ ভোরে ক্রাইস্টচার্চে পৌঁছেই ৭ দিনের কোয়ারেন্টিনে শুরু করেছে মুমিনুল হকের দল। কোয়ারেন্টিন শেষে পরীক্ষায় করোনা ভাইরাস নেগেটিভ হলে অনুশীলন শুরু করতে পারবে পুরো দল। চলতি বছরে দ্বিতীয়বারের মতো নিউজিল‍্যান্ড সফরে গেল বাংলাদেশ। গত ফেব্রুয়ারিতে দেশটির বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে তারা।

বিসিবির মিডিয়া ম‍্যানেজার রাবীদ ইমাম সংবাদমাধ্যমকে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'ভোর পাঁচটার দিকে অকল‍্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে গেছে। সেখানেই হবে তাদের কোয়ারেন্টিন।'

এদিকে দেশবাসীর কাছে ভিডিওবার্তায় দোয়া চেয়ে পেসার তাসকিন আহমেদ বলেন, 'আল্লাহর রহমতে ঢাকা থেকে নিউজিল্যান্ডে পৌঁছালাম। অনেক লম্বা ফ্লাইট ছিলো, এখন আমাদের রুম কোয়ারেন্টাইন স্টার্ট হবে, ৭ দিন রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে। খুব কঠিন হবে তবুও দেশের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ থাকি ও নিজের সেরাটা দিয়ে খেলতে পারি।'

বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করা হয়নি। তবে কোয়ারেন্টিনের কঠোর রীতি থাকায় পাকিস্তান সিরিজ শেষ করেই নিউজিল্যান্ডে উড়াল দিতে হচ্ছে মুমিনুল হকের দলকে। নিউজিল্যান্ডে বাংলাদেশ খেলবে দুটি টেস্ট, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে টরাঙ্গা ও ক্রাইস্টচার্চে।

একনজরে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের স্কোয়াড : 

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ ও ফজলে মাহমুদ রাব্বি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com