
ট্রাক চাপায় বাবা-মেয়ে নিহত
প্রকাশ: ১০ ডিসেম্বর ২১ । ১৬:১২ | আপডেট: ১০ ডিসেম্বর ২১ । ১৬:১২
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের চাষাঢ়া ডাক বাংলোর মোড়ে ট্রাকচাপায় অটোরিকশা আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোনারগাঁয়ের সম্ভুপুরা ইউনিয়নের আলতাফ হোসেন (৪৫) ও তার মেয়ে বেলী (১৬)।
ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান এ নিশ্চিত করেছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com