
বকেয়া বেতন দাবিতে জাহাঙ্গীরের বাড়ি ঘেরাও সেই ট্রাফিক সহকারীদের
প্রকাশ: ১০ ডিসেম্বর ২১ । ২০:২৪ | আপডেট: ১০ ডিসেম্বর ২১ । ২০:২৪
গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতনের দাবিতে শুক্রবার জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে বিক্ষোভ করেন তার নিয়োগ করা ট্রাফিক সহকারীরা - সমকাল
দুর্বিষহ জীবন যাপন করছেন গাজীপুর সিটির বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের নিয়োগ করা চার শতাধিক ট্রাফিক সহকারী। চার মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে তাদের বেতন-ভাতা। এ অবস্থায় বকেয়া টাকা পাওয়ার দাবি নিয়ে তারা শুক্রবার দুপুরে সাবেক মেয়রের বাড়ি ঘেরাও করে রাখেন। একপর্যায়ে মহাসড়কে নেমে বিক্ষোভ করেন।
মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাড়ঘেঁষা হ্যারিকেন এলাকায় জাহাঙ্গীরের বাড়ির সামনে বিক্ষোভ করেন ট্রাফিক সহকারীরা। এ সময় খানিকটা যানজটেরও সৃষ্টি হয়। পরে পুলিশ এসে আন্দোলনকারীদের বুঝিয়ে বাড়ির সামনে থেকে সরিয়ে দেন।
দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, জাহাঙ্গীর আলম সিটি মেয়র নির্বাচিত হওয়ার পর 'জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন' নামে একটি সংগঠন গড়ে তোলেন। মহানগরের রাস্তাগুলো যানজটমুক্ত রাখার জন্য এই সংগঠনের ব্যানারে চার শতাধিক তরুণকে ট্রাফিক সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। জাহাঙ্গীর আলম ব্যক্তিগত উদ্যোগে তাদের নিয়োগ দেন। ট্রাফিক সহকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে নগরের বিভিন্ন পয়েন্টের বাসস্ট্যান্ডে দায়িত্ব পালন করেন।
তবে একটি সূত্র দাবি করেছে, জাহাঙ্গীর নিজে চলাচল করার সময় যেন কোনো যানজটে না পড়েন, সে কারণে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। জাহাঙ্গীর আলম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার ও মেয়রের পদ হারানোর কয়েক মাস আগ থেকেই ট্রাফিক সহকারীদের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়। তাদের বেশিরভাগই এখন আর দায়িত্ব পালন করছেন না। ট্রাফিক সহকারীদের বেতন ধরা হয় ১০ হাজার থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত। তাদের পরিচালনার দায়িত্ব পান জাহাঙ্গীরের ঘনিষ্ঠজন আশরাফুল আলম রানা মোল্লা।
আন্দোলনকারীরা বলেন, জাহাঙ্গীর বাসায় অবস্থান করলেও নিচে নেমে আসেননি।
মহানগর পুলিশের গাছা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, আন্দোলনকারীদের বুঝিয়ে সাবেক মেয়রের বাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হয়। আগামীকাল রোববার কাগজপত্র দেখে ট্রাফিক সহকারীদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে ওসিকে জানিয়েছেন জাহাঙ্গীর আলম।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com