টেকনাফে অপহৃত ৪ ছাত্রের তিনজন উদ্ধার, গ্রেপ্তার ৭

প্রকাশ: ১০ ডিসেম্বর ২১ । ২০:৪০ | আপডেট: ১০ ডিসেম্বর ২১ । ২০:৪১

কক্সবাজার অফিস ও টেকনাফ প্রতিনিধি

উদ্ধার হওয়া স্কুলছাত্ররা -সমকাল

কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত রামুর খুনিয়া পালংয়ের চার স্কুলছাত্রের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার নয়াপাড়া ও শালবান রোহিঙ্গা শিবিরের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে এপিবিএন-১৬ ও র‍্যাব-১৫ এর সদস্যরা। এ ঘটনায় ৭ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

উদ্ধার হওয়া স্কুলছাত্ররা হলো- রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপের মংলাপাড়া এলাকার মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন, জাহিদুল ইসলাম। তবে মিজানুর রহমান নামের আরেকজন এখনো উদ্ধার যায়নি। 

শুক্রবার রাত ৮ টায় এ বিষয়ে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিত্যানন্দ দাস জানান, ক্যাম্প থেকে মোহাম্মদ কায়সার নামের অপহৃত এক ছাত্রকে উদ্ধার এবং দুজনকে আটক করা হয়েছে। 

একই দিন পৃথক সময়ে একই এলাকা থেকে এপিবিএন উদ্ধার করে মিজানুর রহমান নয়ন ও জাহেদুল ইসলাম নামের আরও দুই ছাত্রকে। বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম জানান, চারজন অপহরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজন উদ্ধারের খবর রয়েছে। এ ঘটনায় মোট ৭ জন আটক রয়েছে।

অন্য শিক্ষার্থীকে উদ্ধারের জন্য আশপাশের পাহাড়গুলোতে র‌্যাব, আর্মড পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আবদুস সালাম চৌধুরী বলেন, উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। আশা করছি দ্রুত অপরজনকে উদ্ধার করা সম্ভব হবে।

রামুর পেঁচারদ্বীপের বাসিন্দা ও সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় বাতিঘর নামের একটি আবাসিক কটেজের কর্মচারী জাহাঙ্গীর আলম ও ইব্রাহিমের বন্ধুত্ব গড়ে ওঠে। সেই সুবাদে গত ৭ ডিসেম্বর সকালে রামুর পেঁচারদ্বীপ এলাকা থেকে ৪ স্কুলছাত্রকে সেন্টমার্টিন ভ্রমণের কথা বলে অজ্ঞাত স্থা‌নে নিয়ে যাওয়া হয়। 

এর মধ্যে বুধবার রাতে নিখোঁজ স্কুল ছাত্রদের স্বজনদের মোবাইল ফোনে কল করে ২০ লাখ টাকা মুক্তিপন দাবি ক‌রে অপহরণকারীরা। মুক্তিপণ না দিলে তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com