
যশোরে ৬ কেজি স্বর্ণসহ ২ জন আটক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২১ । ২০:৪৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২১ । ২০:৪৩
যশোর অফিস

যশোরের নতুনহাট এলাকা থেকে প্রায় ৬ কেজি ওজনের ৫০টি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে বিজিবি।
বেনাপোল বিজিবি কোম্পানী সদরের সুবেদার আহসান হাবিব সমকালকে জানান, শুক্রবার বিকেলে তার নেতৃত্বে যশোর-বেনাপোল নতুনহাট এলাকায় বেনাপোলগামী একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি করে। এসময় দুই আরোহী নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের তৌহিদুল ইসলাম ও ইমরান হোসেনের দেহ তল্লাশি করে ৫০টি সোনার বার উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা সমকালকে জানান, আটককৃতরা কোমরে বেধে স্বর্ণ পাচার করছিল। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ৮৪০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা।
তিনি জানান, আটক হওয়া দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হবে।
আটক তৌহিদুল ইসলাম জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। মূলত তারা জনপ্রতি তিন হাজার টাকার বিনিময়ে যশোর থেকে স্বর্ণ রিসিভ করে বেনাপোলে পৌঁছে দেয়। শুক্রবার যশোর শহরের দড়াটানা থেকে তাদের গ্রুপের একজনের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে। এরপর তা নিয়ে মোটরসাইকেলে করে বেনাপোলে নিয়ে যাচ্ছিল। বেনাপোলে ভারত থেকে আসা এক ব্যক্তির স্বর্ণের বারগুলো গ্রহণ করার কথা ছিল।
বিজিবি জানিয়েছে, যশোর জেলার সাথে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে। এ সীমান্তকে ঘিরে কিছু চোরাকারবারী দীর্ঘদিন ধরে সোনা চোরাচালান করছে। এ কারণে হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের জন্য বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার রয়েছে সীমান্ত সংলগ্ন এলাকায়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com