
তিন ঘণ্টা আগুনে পুড়ল কালিয়াকৈরের স্পিনিং মিল
প্রকাশ: ১০ ডিসেম্বর ২১ । ২২:১২ | আপডেট: ১০ ডিসেম্বর ২১ । ২২:১৩
কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি
প্রায় তিন ঘণ্টা আগুনে পুড়ল গাজীপুর কালিয়াকৈর উপজেলার সফিপুরে মালেক স্পিনিং লিমিটেড কারখানা।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই স্পিনিং মিলের তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রথমে শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুন বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মালেক স্পিনিং মিলের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রধান মোতালেব আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে গুরুতর আহত হয়েছে। তাকে মির্জাপুর হাসপাতালে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com