
আফগানিস্তানে গাড়ি উল্টে ৫ তালেবান সদস্য নিহত
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২১ । ১৩:০২ | আপডেট: ১৩ ডিসেম্বর ২১ । ১৩:০২
অনলাইন ডেস্ক

ফাইল ছবি/এনডিটিভি
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচ তালেবান সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
রোববার দেশটির পারওয়ান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির
পারওয়ানের নিরাপত্তা বিভাগের প্রধান আউয়াল গুল জানান, পারওয়ান প্রদেশে গাড়ি উল্টে গেলে তালেবানের পাঁচ সদস্য নিহত ও চারজন আহত হন।
পারওয়ানের পুলিশপ্রধান জানান, বাগরামের দুই লেনে দুর্ঘটনাটি ঘটে।
আফগানিস্তানে তালেবান শাসন প্রতিষ্ঠার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত আগস্টের মাঝামাঝি আফগানিস্তানের দখল নেয় তালেবান। আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাওয়ার পর থেকে দেশটির রাজধানী কাবুলসহ একাধিক স্থানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com