
শৈত্যপ্রবাহে উত্তরাঞ্চলে জনজীবন বিপর্যস্ত
প্রকাশ: ২১ ডিসেম্বর ২১ । ১১:৪৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২১ । ১৫:৩৩
রংপুর প্রতিনিধি

শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে রংপুরে
চলমান মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে। তীব্র শীতে নাকাল ছিন্নমূল ও নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ। নিম্ন আয়ের মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কুয়াশার তেমন প্রকোপ না থাকলেও হিমেল হাওয়া কাবু করছে মানুষকে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন। এছাড়া সব বয়সী মানুষজন সর্দি, কাশি, জ্বরসহ নানা শীতজনিত রোগে ভুগছেন।
শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় নগরের ব্যস্ততা বাড়ছে দেরিতে। আবার রাত গভীর হওয়ার আগেই পুরো নগর-বন্দরে নেমে আসছে নীরবতা।
করোনাক্রান্তিতে নিম্ন আয়ের মানুষদের শীতজনিত কষ্ট লাগবে শীতবস্ত্র বিতরণের কথা জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা।
রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ, যা আরও দুই দিন অব্যাহত থাকতে পারে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com