
কিশোরীর সুইসাইড নোটে লেখা...
প্রকাশ: ২১ ডিসেম্বর ২১ । ১৪:২০ | আপডেট: ২১ ডিসেম্বর ২১ । ১৬:২৩
অনলাইন ডেস্ক

ভারতের চেন্নাইয়ে এক কিশোরী ‘আত্মহত্যা’ করেছে। তার আগে সে সুইসাইড নোট রেখে গেছে। আর তাতে লিখেছে, মেয়েরা শুধু মাতৃগর্ভে ও কবরে নিরাপদ।
শনিবার চেন্নাইয়ের উপকণ্ঠে নিজেদের বাড়ির একটি কক্ষ থেকে একাদশ শ্রেণির ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। খবর এনডিটিভির
কিশোরীর মৃত্যুর জেরে ২১ বছর বয়সী এক কলেজছাত্রকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই কলেজছাত্রের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।
ঘটনার দিন মেয়েটির মা বাজারে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে তিনি মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
মেয়েটির কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া যায়। এতে মেয়েটি লিখেছে, তার স্কুলও নিরাপদ নয়। শিক্ষকদের বিশ্বাস করা যায় না। এমনকি সে স্বপ্নেও মানসিক নির্যাতন দেখতে পেত। এ কারণে সে পড়াশোনা বা ঘুমাতে পর্যন্ত পারত না।
মেয়েটি লিখেছে, মেয়েদের সঙ্গে সম্মানজনক আচরণ করার বিষয়টি প্রত্যেক মা-বাবাকে তাদের সন্তানদের, বিশেষ করে ছেলেসন্তানদের শেখানো উচিত।
সুইসাইড নোটে তিনটি সম্ভাব্য হয়রানির কথা উল্লেখ রয়েছে। এ প্রসঙ্গে চিরকুটে লেখা হয়েছে ‘আত্মীয়, শিক্ষক, সবাই।’
চিরকুটে আরও লেখা রয়েছে, ‘যৌন হয়রানি বন্ধ করুন।’
‘আমার জন্য ন্যায়বিচার’ দিয়ে চিরকুটটি শেষ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তরুণ স্বীকার করেছেন, মেয়েটির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি মেয়েটিকে হয়রানি করেছিলেন। তরুণের বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশু সুরক্ষাসংক্রান্ত আইনে অভিযোগ আনা হয়েছে।
মেয়েটির আত্মহত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com