হেলে পড়া ভবন অপসারণের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশ: ২১ ডিসেম্বর ২১ । ১৪:৫৫ | আপডেট: ২১ ডিসেম্বর ২১ । ১৪:৫৫

চট্টগ্রাম ব্যুরো

ভবন অপসারণের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয় লোকজন

চট্টগ্রামে ক্ষতিপূরণ দেওয়া ছাড়া হেলে পড়া ভবন অপসারণের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে নগরের সদরঘাট থানার মাঝিরঘাট স্ট্র্যান্ড রোডের জনতা ব্যাংকের সামনে সড়ক অবরোধ করে তারা।

স্থানীয় লোকজনের দাবি, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে খাল খনন করায় ভবনগুলো খালের দিকে হেলে পড়ছে। ক্ষতিপূরণ ছাড়াই তাদের মাথা গোজার ঠাঁই কেড়ে নেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, স্ট্যান্ডরোড পার্ব্বতী ফকির পাড়া এলাকার গোলজার খাল খনন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। খাল খননের কারণে খালের পাড়ের ভবনগুলো খালের দিকে হেলে পড়েছে। একটি তিনতলা, একটি দুইতলা ও একটি মন্দির হেলে পড়েছে। সকালে ভবনগুলো পরিদর্শনে আসেন সিডিএর কর্মকর্তারা। তারা ভবনগুলোর ঝুঁকি কমাতে অপসারণ শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে স্থানীয় লোকজন। তারা সিডিএর কর্মকর্তাদের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। সিডিএ কর্মকর্তাদের কাছে কোন আশ্বাস না পেয়ে সড়ক অবরোধ করেন তারা। এসময় সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।


আরতি দাশ সমকালকে বলেন, কোন নোটিশ ছাড়া সময় না দিয়ে ঘর ভেঙ্গে ফেলা হচ্ছে। সোমবার রাত থেকে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে দিনযাপন করছি। এখন ঘর ভেঙ্গে ফেলা হলে পরিবার নিয়ে কোথায় যাবো? 

সিডিএর অথরাইজড অফিসার মো. হাসান সমকালকে বলেন, ভবনগুলো ঝুঁকিমুক্ত করতে কিছু অংশ অপসারণ করা হচ্ছে। এরপর ভবনগুলো সিলগালা করে ব্যবস্থা নিতে সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হবে।

সদরঘাট থানার এসআই রনি তালুকদার সমকালকে বলেন, ক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করেছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com