কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে পেল রিয়াল

প্রকাশ: ২১ ডিসেম্বর ২১ । ১৬:০১ | আপডেট: ২১ ডিসেম্বর ২১ । ১৬:০১

স্পোর্টস ডেস্ক

সেমির লড়াইয়ে বার্সার মুখোমুখি হবে রিয়াল

ছেলেদের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে বার্সেলোনা। তবে মেয়েদের আসরে বার্সেলোনা নারী দল উঠেছে কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ আবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। সোমবার সুইজারল্যান্ডের নিঁওয়ে অনুষ্ঠিত হয় উয়েফা উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র।

সেমিতে উঠার লড়াইয়ে ২২শে মার্চ প্রথম লেগে আসরের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা মুখোমুখি হবে রিয়ালের। দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ৩০শে মার্চ। আরেক কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও পিএসজি।  রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অলিম্পিক লিঁও প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জুভেন্টাসকে। আর আর্সেনালের প্রতিপক্ষ দু'বারের চ্যাম্পিয়ন উলফসবার্গ।

উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগে কোনো দ্বিতীয় রাউন্ড নেই। গ্রুপ পর্বের পরই হয় কোয়ার্টার ফাইনাল। চার গ্রুপ থেকে আটটি দল উঠেছে কোয়ার্টার ফাইনালে।

কোয়ার্টার ফাইনাল লাইনআপ-

বায়ার্ন-পিএসজি

জুভেন্টাস-লিঁও

আর্সেনাল-উলফসবার্গ

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com