
খালেদা জিয়ার ওজন কমছে, দুর্বলতা বাড়ছে: চিকিৎসক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২১ । ২০:২০ | আপডেট: ২১ ডিসেম্বর ২১ । ২০:২৯
সমকাল প্রতিবেদক

ফাইল ছবি
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে বেশি দুর্বল হয়ে পড়ছেন। তার খাবারের রুচি একেবারে কমে গেছে, ওজন হারাচ্ছেন নিয়মিত। মাঝেমধ্যে রক্তক্ষরণ হলেও তা বন্ধ করতে আপ্রাণ চেষ্টা করছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। ইনজেকশন দিয়ে সাময়িকভাবে এ রক্তক্ষরণ বন্ধ রাখা হলেও যে কোনো সময়ে তা বড় আকারে হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।
মঙ্গলবার এক চিকিৎসক সমকালকে বলেন, গত কয়েক দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি-অবনতি কোনোটাই ঘটেনি। তবে তার শারীরিক প্যারামিটারগুলো ওঠানামা করছে। মাঝেমধ্যে সীমিত রক্তক্ষরণ হলে তার হিমোগ্লোবিন মাত্রা কমে যাচ্ছে। আবার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যায় বেশি। এসব সমস্যা দেখা দিলে রক্তক্ষরণ বন্ধে তাৎক্ষণিক ইনজেকশন দেওয়া হয় এবং হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে রক্ত দেওয়া হয়। ডায়াবেটিস ঠিক রাখতে বেশি মাত্রায় ইনসুলিন দেওয়া হচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার অবস্থা আগের মতোই আছে। অপরিবর্তিত অবস্থায় সিসিইউতে চিকিৎসাধীন আছেন।\হমেডিকেল বোর্ডের আরেক চিকিৎসক জানান, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে কমে গেছে। তার খাবারের রুচি একদমই নেই। তেমন কোনো খাবারই খান না। মাঝেমধ্যে অল্প পরিমাণে স্যুপ খাওয়ার চেষ্টা করেন। শারীরিকভাবে তিনি খুবই দুর্বল হয়ে পড়ছেন, অনেক শুকিয়ে গেছেন।
চিকিৎসকদের বাইরে খালেদা জিয়ার খোঁজ রাখতে হাসপাতালে নিয়মিত আসা-যাওয়া করেন পুত্রবধূ শর্মিলা রহমান শিঁথি। এর বাইরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা, তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস তাকে দেখতে ও খোঁজ নিতে হাসপাতালে যান।
অসুস্থ খালেদা জিয়াকে গত ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। এভারকেয়ারের চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিকেল টিম তার চিকিৎসা সেবা দিচ্ছে। ৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com