
নৌকার প্রার্থীকে ‘পাকিস্তান পাঠাতে চান’ উপজেলা চেয়ারম্যান
প্রকাশ: ২২ ডিসেম্বর ২১ । ২১:৩৮ | আপডেট: ২২ ডিসেম্বর ২১ । ২১:৫০
কুমিল্লা ও বুড়িচং প্রতিনিধি

আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আবু জাহের। তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (চশমা) জাহাঙ্গীর আলমের পক্ষে ওঠান বৈঠকে এসব কথা বলেন। ওই ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে চেয়ারম্যান আবু জাহের বলেন, ‘আমরা প্রমাণ করে দেব, নৌকার মাঝি খারাপ। নৌকার মাঝি রাজারকার নৌকা যাবে পাকিস্তান। একজন লোক যদি দশটা ভোট দেন তাহলে আমাদের কোনো ভোটের অভাব হবে না। একটা কথা মনে রাখবেন হার-জিত চিরদিন থাকবে। অনেকে আমার নেতাকর্মীদের ভয় দেখায়। তাই আপনারা ভয় পাবেন না।’
তার ওই বক্তব্যের পর ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে তিনি বিদ্রোহী প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ভুল করেছেন বারবার ভুল করবেন না এবার’।
এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার আবু জাহেরের মোবাইল ফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।
বুধবার রাতে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খাঁন চৌধুরী সমকালকে বলেন, ‘আবু জাহের আওয়ামী লীগের কোনো পদে নেই। সে নৌকার প্রার্থী নিয়ে যে ধরণের আপত্তিকর মন্তব্য করেছেন এ বিষয়ে আমরা আইনগতভাবে কী করা যায় তা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
২০২০ সালের ১৭ সেপ্টেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের মৃত্যুর পর ওই বছরের ১০ ডিসেম্বর আবু জাহের আনারস প্রতীকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ওই নির্বাচনে পরাজিত হন নৌকার প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরী।
আগামী ২৬ ডিসেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলার ওই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com