
মাহফুজ আনাম এশিয়া নিউজ নেটওয়ার্কের চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২১ । ১৬:৫০ | আপডেট: ২৭ ডিসেম্বর ২১ । ১৬:৫০
অনলাইন ডেস্ক

মাহফুজ আনাম
দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এশিয়া নিউজ নেটওয়ার্কের (এএনএন) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২ বছর মেয়াদে বর্তমান চেয়ারম্যান ওয়ারেন ফার্নান্দেজের স্থলাভিষিক্ত হবেন।
মাহফুজ আনাম দ্বিতীয়বারের মতো এ দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগে ২০০৭ সালে তিনি এএনএনর চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্য স্ট্রেটস টাইমসের এডিটর-ইন-চিফ ফার্নান্দেজ ও সিঙ্গাপুর প্রেস হোল্ডিংস (এসপিএইচ) মিডিয়ার ইংরেজি/মালয়/তামিল মিডিয়া গ্রুপ পরবর্তী চেয়ারম্যান হিসেবে মাহফুজ আনামকে মনোনীত করলে এএনএন বোর্ড সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এ জোটের সদস্য হিসেবে এশিয়ার ২৩টি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম রয়েছে।
১৯৭২ সালে সাংবাদিক জীবন শুরু করা মাহফুজ আনাম গণমাধ্যম ও যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে সুবিদিত।
জাতিসংঘে ১৪ বছর কাজ করার পর তিনি ১৯৯১ সালে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার শুরুর দিকে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে দ্য ডেইলি স্টার পত্রিকা প্রকাশ করেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com