বাম জোটের ‘কালো দিবস’ ৩০ ডিসেম্বর

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২১ । ১৮:৫৯ | আপডেট: ২৭ ডিসেম্বর ২১ । ১৯:০৮

সমকাল প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদের নির্বাচনের তিন বছর পূর্তির দিন আগামী ৩০ ডিসেম্বর ‘কালো দিবস’ পালন করবে বাম গণতান্ত্রিক জোট। ওইদিন সকাল ১১টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও কালো পতাকা বিক্ষোভ মিছিল করবে বামপন্থী রাজনীতিবিদদের এই জোটটি। 

‘কালো দিবস’ এর কর্মসূচি সফল করতে সোমবার রাজধানীতে প্রচারপত্র বিলি ও গণসংযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। রাজধানীর পল্টন মোড় থেকে শুরু হয়ে দৈনিক বাংলা, বায়তুল মোকাররম, জিপিও ও মুক্তাঙ্গন এলাকায় এই গণসংযোগ করা হয়। 

বাম জোটের সমন্বয়ক ও বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খান, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মানস নন্দী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, ওয়াকর্রার্স পার্টির (মার্কসবাদী) নেতা বিধান রায়, বাসদ নেতা খালেকুজ্জামান লিপন, সিপিবি’র সুকান্ত শফি কমল, মীর মোফাজ্জল হোসেন মুশতাক, জাহিদ হোসেন খান, কামরুজ্জামান ফিরোজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স প্রমুখ।

গণসংযোগের সময় নেতারা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দিনের ভোট রাতে সীল মেরে জনসমর্থনহীন অবৈধ সংসদ ও সরকার গঠন করেছে আওয়ামী লীগ। ক্ষমতায় এসে জনগণের প্রতি নূন্যতম দায়িত্ব পালন না করে দেশকে দুর্নীতি ও লুটপাটের এক মৃগয়াক্ষেত্রে পরিণত করেছে। দ্রব্যমূল্য, পানি-বিদ্যুৎ-জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণ দিশেহারা। এই ফ্যাসিবাদী দু:শাসনের বিরুদ্ধে জনগণের সংগ্রামী ঐক্য জোরদার করে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতে হবে। 


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com