
সিলেটে পুলিশের ৩ কর্মকর্তার বিচার দাবি অটোরিকশাচালকদের
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২১ । ২১:১৮ | আপডেট: ২৭ ডিসেম্বর ২১ । ২১:১৮
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

মানববন্ধন চলাকালীন একটি চিত্র।
সিলেটের বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, এসআই অপরূপ সাগর গুপ্ত কমল ও এসআই জয়ন্ত কুমারের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।
সোমবার দুপুরে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারের অটোরিকশা স্ট্যান্ডের সামনে ‘বিশ্বনাথ-রামপাশা’ স্ট্যান্ডের চালকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা দীর্ঘক্ষণ বিশ্বনাথ-রামপাশা সড়ক অবরোধ করে রাখেন।
বিশ্বনাথ-রামাপাশা স্ট্যান্ডের ম্যানেজার আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন অটোরিকশাচালক বোরহান উদ্দিন, মুহিত মিয়া, আনহার আলী, সাইদুল ইসলাম ও শ্রী অপু। বক্তব্যে তারা বলেন, অনতিবিলম্বে থানার ওসিসহ (তদন্ত) ওই দুই দারোগার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ তাদের প্রত্যাহার করতে হবে। তা না হলে আগামীতে কঠোর কর্মসূচি পালন করা হবে।
তাদের অভিযোগ, সিএনজিচালিত অটোরিকশাচালক ইলিয়াস আলী (২৮) ও তার স্ত্রী ববিতা বেগমকে শারীরিক নির্যাতন এবং তাদের ১০ মাস বয়সী সন্তান ইয়ামিনকে মারধর করেন পরিদর্শকসহ ওই দুই পুলিশ সদস্য। এমনকি ইলিয়াস আলীকে ধরে নিয়ে গিয়ে পরিদর্শকের কক্ষে মারধরের পর ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে গত রোববার ওই তিন পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করে সিলেটের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন অটোরিকশাচালক ইলিয়াস আলী। দীর্ঘদিন ধরে বিশ্বনাথের জানাইয়ার জুনাব আলীর নতুনবাজারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী ইলিয়াসের গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পূর্ব মকসেদপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com