
মাধবদীর কাউন্সিলর হত্যার প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২১ । ২২:২৭ | আপডেট: ২৭ ডিসেম্বর ২১ । ২২:২৭
সমকাল প্রতিবেদক

মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক।
নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. জাকারিয়াকে গুলি ও কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেনকে এখনও গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ জানিয়েছেন নিহতের পরিবার।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলন করে তার পরিবার। একই দাবিতে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়েছে।
সংবাদ সম্মেলনে নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাকারিয়ার বড় ভাই আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ১৬ জুন মাধবদীর রমনী কমিউনিটি সেন্টারে থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে মাধবদীর পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক দাওয়াত না পেয়ে ‘ক্ষিপ্ত’ হন।
সভা শেষে ফেরার পথে নরসিংদী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মাধবদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাকারিয়ার ওপর মেয়রের লোকজন হামলা চালায়। ‘মেয়রের নেতৃত্বে’ জাকারিয়াকে গুলি ও কুপিয়ে হত্যাচেষ্টা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হামলার ঘটনায় জাকারিয়ার বড় ভাই আনোয়ার হোসেন বাদি হয়ে ১৮ জুন মাধবদী থানায় মামলা করেন। এতে পৌর মেয়র মোশাররফ হোসেন মানিককে প্রধান অভিযুক্ত করা হয়। এ ছাড়া এজাহারে নাম উল্লেখ করা হয় আরও ১০জনের। গত ১৫ ডিসেম্বর মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আনোয়ার হোসেন বলেন, ‘অজ্ঞাত কারণে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোশাররফকে গ্রেপ্তার করছে না। বাদীপক্ষকে নানাভাবে হুমকি দিচ্ছেন তিনি। এ অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাকে দ্রুত গ্রেপ্তার করা হোক।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com