
ছাত্রশিবিরের নতুন সভাপতি রাশেদুল, সেক্রেটারি রাজিবুর
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২১ । ২৩:৪২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২১ । ২৩:৪২
সমকাল প্রতিবেদক

রাশেদুল ইসলাম ও রাজিবুর রহমান
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নতুন নির্বাচিত হয়েছেন রাশেদুল ইসলাম। তিনি সংগঠনের সেক্রেটারি জেনারেল পদে রাজিবুর রহমানকে মনোনয়ন দিয়েছেন।
বুধবার নবনির্বাচিত সভাপতির নাম ঘোষণা করে তাকে শপথবাক্য পাঠ করান শিবিরের নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত কমিশনার মতিউর রহমান আকন্দ।
ছাত্রশিবিরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে নির্বাচনী ফল ঘোষণা ও শপথ অনুষ্ঠান কোথায় জানানো হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়েছে, গত সোমবার বেলা ১১টা থেকে মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত অনলাইনে শিবির সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।
সংগঠনটির সারাদেশের সদস্যরা নির্বাচনে ভোট দিয়েছেন। সর্বোচ্চ ভোট পেয়ে আগামী একবছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী রাশেদুল ইসলাম। তিনি আগের কমিটিতে সেক্রেটারি জেনারেল ছিলেন। তবে তিনি কত ভোট পেয়ে সভাপতি হয়েছেন তা জানায়নি শিবির। বিদায়ী কমিটির পরামর্শে নবমনোনীত সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান রংপুরের কারমাইকেল কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর পাস করেছেন। আগের কমিটিতে তিনি দপ্তর সম্পাদক ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিবিরের নতুন নেতৃত্বের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। জামায়াতের অন্য নেতারা ভার্চুয়ালি যোগ দেন।
জামায়াত আমির বলেছেন, ক্যাম্পাসগুলো সরকারি দলের ছাত্র সংগঠনের ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। তারা মাদকসহ সব অনৈতিকতার মধ্যে ডুবে আছে। তাই ছাত্রশিবিরকে আবার জেগে উঠতে হবে। নতুন করে ভাবতেও হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com